[৭]জন ব্যক্তি, যাদের জন্য ফেরেশতারা দোয়া করেন।
৭ জন ব্যক্তি যাদের জন্য ফেরেশতারা দোয়া করেন ____________________________________ ১. ওযূ অবস্থায় ঘুমানো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "যে ব্যক্তি পবিত্র অবস্থায় (ওজূ অবস্থায়) ঘুমায় তার সাথে একজন ফেরেশতা নিয়োজিত থাকে। অতঃপর সে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথেই আল্লাহতালার সমীপে ফেরেশতাটি প্রার্থনায় বলে থাকে, হে আল্লাহ! তোমার অমুক বান্দাকে ক্ষমা করে দাও, কেননা সে পবিত্রাবস্থায় ঘুমিয়েছিল।" (আল ইহসান ফি তাকরির সহীহ ইবনে হিব্বান ৩/৩২৮-৩২৯) ২. সালাতের জন্য মসজিদে অপেক্ষারত.
[৭]জন ব্যক্তি, যাদের জন্য ফেরেশতারা দোয়া করেন।
Post Comment
No comments